গ্রাফিক্স_ডিজাইন_কি?



গ্রাফিক শব্দটির অর্থ ড্রইং বা রেখা। গ্রাফিক শব্দটি সেই সব চিত্রগুলোকে বুঝায় যে চিত্রগুলোর সফল পরিসমাপ্তি ড্রইং এর উপর নির্ভরশীল। গ্রাফিক শব্দটি আলাদা ভাবে বোঝার পর বুঝতে হবে ডিজাইন শব্দটির অর্থ। ডিজাইন শব্দটির অর্থ পরিকল্পনা বা নকশা। যা কিছু ডিজাইনড সবই গ্রাফিক্স ডিজাইন এবার আসি বাস্তব জীবনে সহজ ভাষায় গ্রাফিক্স ডিজাইনের সংজ্ঞায় : আপনার মনে প্রশ্ন জাগছে গ্রাফিক্স ডিজাইন আসলে কি? আচ্ছা তার আগে আমাকে বলুন এমন কিছু কি আছে যাতে ডিজাইন নেই?! সব কিছুতে একটি ডিজাইন আছে, পৃথিবী-পৃথিবীর বাইরে সব কিছুতেই একটা ডিজাইন আছে। তা প্রাকৃতিকভাবে হোক বা কৃত্রিমভাবে। আপনি হয়ত তা দেখার চেষ্টা করছেন না বা খেয়াল করছেন না। একটু খুজে দেখুন তো কোন জিনিসটায় ডিজাইন নেই! আল্লাহ্তাআলার তৈরি পৃথিবী ও মানুষ থেকে শুরু করে সবকিছুর মধ্যেই রয়েছে একটি ডিজাইন। চলুন উদাহরণ এ আসি। বর্তমানে আপনি যে মাধ্যমটির মাধ্যমে এই পোস্টটি পড়েছেন সেই ল্যাপটপ বা মোবাইলটিও কারও না কারও ডিজাইন করা। যে টেবিলটিতে বসে পড়ছেন সেই টেবিলটি, টেবিলটিতে রাখা ফুলদানি,পেনদানি, ক্যালেন্ডারটিও কারও না কারও ডিজাইন করা। তাছাড়া আপনি যে নেট উইজ করছেন হয়তো মডেম বা রাউটার দ্বারা সেটিও কারও না কারও ডিজাইন করা। কোন জিনিষটিতে আপনি ডিজাইন খুঁজে পাবেন না? ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত যা কিছু ব্যবহার করছেন , পড়ছেন, খাচ্ছেন সবকিছুতেই রয়েছে কোন না কোন ডিজাইন বা শিল্প।

No comments

Theme images by nicolas_. Powered by Blogger.